বাংলাদেশের টুরিস্ট স্পটগুলোর কথা প্রায় সবাই জানেন, নতুন করে সেগুলর ব্যাপারে না বলে, আমি বরং আমার দেখা স্বল্প পরিচিত কিছু জায়গার কথা বলি।
প্রথমেই বলব, নাটোরের পাটুল- এর কথা। বর্ষাকালে অদ্ভুত সুন্দর একটি জায়গা এটি। চারিদিকে পানি, এবং পানির মধ্যেই ছোট ছোট দ্বীপের মত জায়গা রয়েছে। পানির গভীরতা খুব বেশি নয়, কিন্তু স্রোত আছে, ঢেউ আছে। আমার তোলা একটি ছবি যুক্ত করছি পাটুলের। ছবিটি ২০১৬ তে তোলা।
★রাজশাহীতে শিবু নদীর ব্রিজ বলে তানোরের দিকে একটি জায়গা আছে। এখনো খুব বেশি পরিচিত হয়ে উঠেনি জায়গাটি। সাধারন একটি ব্রিজ এবং নদী কি অদ্ভুত সুন্দর হতে পারে, তা ওখানে না গেলে জানা যাবেনা। নিচের ছবিটি শিবুনদীতে তোলা।
★রাজশাহীর টি-বাধ ও পঞ্চবটী ঘাট
রাজশাহী টি বাধ দারুন একটা জায়গা, পঞ্চবটী ঘাটও ভীষণ সুন্দর। টি বাধের পাশের বিভাগীর পুলিশ প্রধান, সার্কিট হাউজ ইত্যাদি থাকায় খুবই নিরাপদ ও সুন্দর জায়গা। পঞ্চবটী একটু ভেতরে কিন্তু বিকেলে গেলে দারুন। নিচের ছবিটি পঞ্চবটীতে তোলা।
★নীলফামারী ফার্ম, নীলফামারী
এই জায়গাটি ভীষণ ফটোজেনিক। অদ্ভুত সুন্দর দৃশ্য এবং দিনের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সবুজ ও হলুদের শেড দেখা যায়। নিচের ছবিটি নীলফামারী ফার্মে তোলা।
★মধুপুর ফার্ম, টাংগাইল
এই জায়গাটি ভীষণ সুন্দর। আমি শুনেছি প্রয়াত সালমান শাহ এর কোন এক ছবির সুটিং হয়েছিল এইখানে। এই জায়গায় বেড়াতে আসলে আশেপাশে মধুপুর গড় থাকায় সেটাও ঘোরা হয়ে যাবে। এই জায়গায় আমার তোলা একটি ছবি দিচ্ছি নিচে।
ধন্যবাদ